Wednesday, May 4, 2016

গ্রাম পাঠাগার আন্দোলন: ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে

গ্রাম পাঠাগার আন্দোলন: ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে: শিল্পী আব্বাসউদ্দিন পাঠাগারের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত ভাওয়াইয়া উৎসবে গান পরিবেশন করেন শিল্পী মুস্তফা জামান আব্ব...

ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে


শিল্পী আব্বাসউদ্দিন পাঠাগারের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত ভাওয়াইয়া উৎসবে গান পরিবেশন করেন শিল্পী মুস্তফা জামান আব্বাসী।তার বাবার স্মৃতিচারণ ও বিখ্যাত একটি ভাওযাইয়া গানের লিংক দেয়া হলো । আশা করি আপনাদের ভালো লাগবে।
রামনা , চিলমারী, কুড়িগ্রাম
ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে

কোকিলের ডাক: দেখলে মজা পাবেন



আ খ ম আখতারুজামান।কুড়িগ্রাম জেলার উলিপুরে ওনার বাড়ি। অসাধারণ প্রতিভাবান এই শিল্পী নানা পশুপাখির ডাক অবিকল নকল করতে পারেন।তিনি একজন ভাওয়াইয়া শিল্পী হিসেবে প্রসিদ্ধ। চিলমারীর রমনাতে শিল্পী আব্বাসউদ্দিন পাঠাগারের তৃতীয় বর্ষপূর্তিতে আয়োজিত তিনদিনব্যাপী ভাওয়াইয়া উৎসবে ওনার সাথে আমাদের পরিচয় হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।লাইক, কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করুন

ব্যাঙের ডাক: না দেখলে মিস করবেন



আ খ ম আখতারুজামান।কুড়িগ্রাম জেলার উলিপুরে ওনার বাড়ি। অসাধারণ প্রতিভাবান এই শিল্পী নানা পশুপাখির ডাক অবিকল নকল করতে পারেন।তিনি একজন ভাওয়াইয়া শিল্পী হিসেবে প্রসিদ্ধ। চিলমারীর রমনাতে শিল্পী আব্বাসউদ্দিন পাঠাগারের তৃতীয় বর্ষপূর্তিতে আয়োজিত তিনদিনব্যাপী ভাওয়াইয়া উৎসবে ওনার সাথে আমাদের পরিচয় হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।লাইক, কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করুন

না দেখলে মিস করবেন